নিজস্ব সংবাদদাতাঃ তেহরানের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে জার্মানি সোমবার বার্লিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য তলব করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'আমি নিশ্চিত করতে পারি যে, ইরানের রাষ্ট্রদূতকে আজ পররাষ্ট্র দপ্তরে একটি বৈঠকে ডাকা হয়েছে।'