নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আগে ফের একবার হুঁশিয়ারির সুর মদন মিত্রর গলায়। ব্যারাকপুরের মোহনপুরের কর্মসূচি থেকে মদন মিত্র-র বার্তা, 'কাঁকর ছাড়া ঢেঁকি ছাঁটা পরিষ্কার সুগন্ধী চালের মতো ব্যালট পেপারে ভোট হবে।তৃণমূল নেতারা ৭ দিন ঘুরলে কোনও গ্রামে আর ঢেঁকি ছাঁটা বাকি থাকবে না।'
পাশাপাশি বিরোধীদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে তৃণমূল বিধায়কের বার্তা, 'অনেক খুঁজেও কোথাও কোনও বিরোধী পাচ্ছি না, আমাদের মনে হয় না, বুথে কোনও এজেন্ট থাকবে, যদি বিরোধী এজেন্ট কোথাও থাকে, তাহলে ফেরার সময় বাতাসা দেব, ভোট শেষে হাতে একটা করে বাতাসা দিয়ে দেব, বলব মহাপ্রসাদ'। আর মদন মিত্রর যে বক্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।