এই জানুয়ারিতেই নিশ্চিত হতে পারে মেম্ফিসের ভাগ্য

author-image
Harmeet
New Update
এই জানুয়ারিতেই নিশ্চিত হতে পারে মেম্ফিসের ভাগ্য

নিজস্ব সংবাদদাতাঃ বার্সেলোনায় যোগ দেওয়ার পর ক্রমেই অনিশ্চিত হয়ে পড়েছেন মেম্ফিস ডিপে। রিজার্ভ বেঞ্চেই বেশিরভাগ সময় কাটছে তার। বার্সা ম্যানেজমেন্টও যে ডাচ ফরোয়ার্ডকে নিয়ে খুব খুশি এমনটা শোনা যায়নি। বরং চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা থেকে অন্য কোনো ক্লাবে তিনি যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতিতম আপডেট, ইন্টার মিলানের কোরেয়ার সঙ্গে মেম্ফিসের সোয়াপ ডিল করতে পারে কাতালান ক্লাবটি।