অনুশীলনের সুবিধা থেকে বিশ্বমানের কোচ- জেনে নিন নীরজের অলিম্পিক সোনা জয়ের পিছনের কাহিনী

author-image
Harmeet
New Update
অনুশীলনের সুবিধা থেকে বিশ্বমানের কোচ- জেনে নিন নীরজের অলিম্পিক সোনা জয়ের পিছনের কাহিনী

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। কিন্তু তাঁর এই সোনা জয়ের পিছনে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অনেকটা অবদান রয়েছে। সাইয়ের তরফ থেকে নীরজ কী কী সাহায্য পেয়েছেন একবার দেখে নিন।



  • বিদেশে ৪৫০ দিনের অনুশীলন।



  • জার্মানির বায়োমেট্রিক বিশেষজ্ঞ এবং কোচ ডক্টর ক্লসের কাছে ব্যক্তিগত অনুশীলন।



  • পাতিয়ালার নেতাজী সুভাষ ন্যাশানাল ইন্সটিটিউট অফ স্পোর্টসের ন্যাশানাল কোচিং ক্যাম্পে ১১৬৭ দিনের অনুশীলন।



  • একটি জ্যাভলিন থ্রোয়ের মেশিন-সহ ১৭৭টি জ্যাভলিন প্রদান করা।