পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালালো নকশাল দল

author-image
Harmeet
New Update
পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালালো নকশাল দল


নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালালো নকশাল দল। মহারাষ্ট্রের গাদচিরোলির আহেরি তহসিলের ভেদামপল্লী বনাঞ্চলে পালিয়েছে নকশাল দল। 

your image

দলে ২০ থেকে ২৫ জন সদস্য ছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও নকশাল সামগ্রী উদ্ধার করেছে।