নিজস্ব সংবাদদাতাঃ এ কোন রিয়াল মাদ্রিদ! স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের পারফরম্যান্স দেখে যে কারও এমনটা মনে হতেই পারে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে রিয়াল যে দাঁড়াতেই পারেনি। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়ালের অসহায় আত্মসমর্পণের কারণে দেখা মেলেনি এল ক্লাসিকোর চিরায়ত উত্তাপেরও। বছরের প্রথম এল ক্লাসিকো ৩-১ গোলে জিতে প্রতিযোগিতার ১৪তম শিরোপাও নিশ্চিত করেছে বার্সেলোনা। বার্সেলোনার শিরোপা জয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন রবার্ট লেভানডফস্কি ও গাভি। দুজনই একই সঙ্গে গোল ও অ্যাসিস্ট করেছেন। অন্য গোলটি করেছেন পেদ্রি। শেষ দিকে বেনজেমা একটি গোল শোধ করলেও সেটি ছিল সান্ত্বনা।