নিজস্ব সংবাদদাতাঃ ইরাকে অনির্দিষ্টকাল মার্কিন সেনা উপস্থিতির পক্ষে সাফাই গেয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-সুদানি। ইরাকের প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে দাবি করেছেন, মার্কিন ও ন্যাটো সেনারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাদের প্রশিক্ষণ ও সহযোগিতা দিচ্ছে এবং প্রত্যক্ষ লড়াইয়ে অংশগ্রহণ করছে না। তিনি বলেন, 'ইরাকে বিদেশি সেনাদের এখনও প্রয়োজন রয়েছে। আইএসকে নির্মূল করতে আরও সময় লাগবে।' সুদানি বলেন, 'ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে ইরাক।'