নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা এক ক্যাথলিক যাজককে পুড়িয়ে হত্যা করেছে এবং তার সহকর্মীকে গুলি করে আহত করেছে। নাইজেরিয়ার জনগণ আগামী ২৫ ফেব্রুয়ারি নতুন প্রেসিডেন্টের জন্য ভোট দেবে, কিন্তু মুক্তিপণের জন্য অপহরণ এবং উত্তরাঞ্চলে সশস্ত্র দলগুলোর হত্যার কারণে কিছু এলাকায় নির্বাচন নাও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাইজার রাজ্যের পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন এক বিবৃতিতে বলেন, পাইকোরো স্থানীয় সরকার এলাকায় সেন্ট পিটার অ্যান্ড পল ক্যাথলিক চার্চের ফাদার আইজ্যাক আচির বাসভবনে সশস্ত্র ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়।