নিজস্ব সংবাদদাতাঃ গজনি, হেরাতের পর এ বার কান্দাহারও দখল করল তালিবানিরা। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরও এখন তাদেরই দখলে, এ কথা ঘোষণা করল তালিবান জঙ্গিরা। বর্তমানে আফগান প্রশাসনের হাতে পড়ে রইল কেবল রাজধানী কাবুল ও কয়েকটি আশেপাশের অঞ্চল। বৃহস্পতিবারই আমেরিকার সামরিক কার্যালয় পেন্টাগনের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছিল, ৯০ দিনের মধ্যেই কাবুল দখল করে ফেলবে তালিবান। ৩০ দিনের মধ্যেই দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলির দখল নেবে তারা। সেই আশঙ্কাকেই সত্যি করে প্রায় একদিনেই আফগানিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য দখল করল তালিবান। গতকালই জানা যায়, গজনি দখল করেছে তালিবানিরা। এরপরই বিকেলে খবর মেলে, ধীরে ধীরে হেরাতেও আধিপত্য বিস্তার করছে তারা। শহর জুড়ে লাগানো হয়েছে তালিবান পতাকা। পিছু হটেছে আফগান সেনাও।