নিজস্ব সংবাদদাতা : নেতাজি জয়ন্তীর আগে আরো একবার ফিরে দেখা যাক নেতাজি সুভাষ চন্দ্র বসুকে। নেতাজি বাঙালির আবেগের অপর এক নাম। যার নাম অনুপ্রেরণা জোগায়, উদ্বুদ্ধ করে বাঙালিদের। নেতৃত্ব দেওয়ার অদম্য ক্ষমতা ছিল বলেই সুভাষ চন্দ্র বসুর আগে নেতাজি জুড়েছে।ভারতের ইতিহাসে অসংখ্য নেতা এসেছেন, নানা কর্মকান্ড করেছেন, কিন্তু দ্বিতীয় কোন নেতাজির হয়তো জন্ম হবে না। নেতাজি কোন নাম নয়, নেতাজি একটা সত্তা। উদ্দেশ্যহীন পথ হেঁটেও যার কথায় ক্লান্ত হয় না মানুষ, তিনিই নেতাজি সুভাষচন্দ্র বসু।
নেতাজি মানেই স্পর্ধা। ব্রিটিশদের দৌরাত্ম্যের যুগেও যিনি নিজের জ্ঞান, প্রতিভা, মনন দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন, তিনিই নেতাজি। ভারতের রাজনৈতিক ইতিহাসে নেতাজির ভূমিকা ইতিহাস সচেতন মানুষের কাছে সর্বজনগ্রাহ্য। দেশের সার্বিক বিকাশে বহু মানুষের প্রভাব তো আছেই, কিন্তু একজনের চিন্তা-চেতনায় মানুষ আজও পরিপূর্ণ আস্থা রাখেন, তিনিই সুভাষচন্দ্র। তিনি নারী-পুরুষের মধ্যে সীমাহীন কর্মশক্তি দেখেছিলেন, তিনি দেশের যুব শক্তিকে নতুন এক দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। বিদেশী আধিপত্য-বর্জিত এক নতুন সমাজ গড়ার ডাক দিয়েছিলেন তিনি।