নিজস্ব সংবাদদাতাঃ শনিবার জোশীমঠের পরীক্ষা করে ফের আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। এদিন পরিবেশ ও জলবায়ু বিজ্ঞানী দল জোশিমঠের ভূমি ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। বিজ্ঞানী ড. জেসি কুনিয়াল জানিয়েছেন, 'আমরা পরিবেশগত এবং পরিবেশগত মূল্যায়ন করব এবং এখানে জলের গুণমানও মূল্যায়ন করব। বিভিন্ন ক্ষেত্রে আমাদের ৪-৫টি টিম কাজ করছে। যেসব বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেগুলোর অবস্থা ভালো নয়। আমরা দেখছি যে আরও জমি ধসের সম্ভাবনা রয়েছে কিনা বা জমিটি তার মূল অবস্থায় পুনরুদ্ধার করা যায় কিনা।'