নিজস্ব সংবাদদাতাঃ ইথিওপিয়ার সেনাবাহিনী জানিয়েছে, প্রতিবেশী টিগ্রেতে দুই বছরের যুদ্ধের সময় ফেডারেল সরকারের সমর্থনে লড়াই করা আমহারা অঞ্চলের সেনারা আফ্রিকান ইউনিয়ন সমর্থিত যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি প্রধান টিগ্রে শহর থেকে সরে এসেছে। তবে শায়ার শহরের একজন মানবিক কর্মী বলেছেন, আমহারা বাহিনী এখনও 'উল্লেখযোগ্য সংখ্যায়' সেখানে রয়েছে।