New Update
নিজস্ব সংবাদদাতা : সূর্য সেন স্ট্রিটের প্যারামাউন্টের সঙ্গে জড়িয়ে রয়েছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু সহ বাংলার বিপ্লবীদের কাহিনী। প্যারামাউন্ট ছিল বাংলার বিপ্লবীদের গোপন মিলনস্থল। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তার বন্ধু নীহার রঞ্জন মজুমদারের জন্য প্যারামাউন্ট প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে পাওয়া যায় নানা ধরনের শরবত।
ঊনিশের শতকে প্যারামাউন্ট ছিল একটি সাহিত্য আন্দোলনের জন্মস্থান যা বাংলা সাহিত্যের গতিপথ পরিবর্তন করেছিল। ১৯২০ ও ১৯৩০- এর দশকে প্রায় ১৫ বছর ধরে এটাই ছিল প্রেমেন্দ্র মিত্র, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু এবং অচিন্ত্য সেনগুপ্তের আড্ডা দেওয়ার জায়গা। প্যারামাউন্টে বসার জায়গাটি ছিল নোংরা একটি কক্ষের অভ্যন্তরে। সেখানে গোপন বৈঠক চলতো বিপ্লবীদের। মিটিংয়ে থাকতেন নেতাজি সুভাষ চন্দ্র বসুও। মিটিংয়ের সময় পুলিশ আসছে কিনা চলতো সেই নজরদারিও। নজরদারি চালাতেন ক্যাশে যিনি বসতেন তিনি।
latestnews
bengalinews
breakingnews
importantnews
westbengal
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
NETAJI
anmnews
news
bengal
india
kolkata
paramount