নিজস্ব সংবাদদাতা: ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক বিচারক গত ৮ই জানুয়ারি ব্রাসিলিয়ায় সরকারি ভবন ভাঙার ঘটনায় তদন্তে সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। গত রবিবার বোলসোনারোর হাজার হাজার সমর্থক কংগ্রেস ও সুপ্রিম কোর্টের ওপর হামলা চালায়। এই ঘটনার তদন্তের জন্য সাবেক কট্টর ডানপন্থি নেতাকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছিল প্রসিকিউটর জেনারেলের কার্যালয়।