নিজস্ব সংবাদদাতাঃ কলম্বিয়ার প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলে আধিপত্য বিস্তারকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ধ্বংস করার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে দেশটির সবচেয়ে বড় অপরাধী সন্দেহভাজনদের বিরুদ্ধে গ্রেফতারি আদেশ স্থগিত করার চেষ্টা করছেন। গত ১১ জানুয়ারি কলম্বিয়ার চিফ প্রসিকিউটরকে লেখা এক চিঠিতে তথাকথিত উপসাগরীয় গোষ্ঠীর আট সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি আদেশ স্থগিতের অনুরোধ জানান প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর শান্তি কমিশনার। তালিকায় যারা আছেন তাদের মধ্যে রয়েছেন জোবানিস ভিলাদিগো, যিনি ২০১৫ সালে ব্রুকলিন ফেডারেল আদালতে উপসাগরীয় গোষ্ঠীর তৎকালীন নেতা এবং কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড পলাতক দাইরো আন্তোনিও উসুগার সঙ্গে অভিযুক্ত করা হয়েছিল। শুক্রবার কলম্বিয়ার শীর্ষ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানিয়েছে, পেট্রোর অনুরোধের কোনও আইনি ভিত্তি নেই। সাত পৃষ্ঠার এক বিবৃতিতে চিফ প্রসিকিউটরের কার্যালয় বলেছে, এ ধরনের অনুরোধ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধেই করা যেতে পারে।