নিজস্ব সংবাদদাতাঃ ভারত রাষ্ট্র সমিতির এমএলসি কে কবিতা শনিবার পোঙ্গল উপলক্ষে হায়দ্রাবাদে আয়োজিত ভোগি উদযাপনে অংশ নিয়েছিলেন। এখানে কেবিআর পার্কে ভারত জাগৃতি এই উদযাপনের আয়োজন করেছিল এবং কবিতাকে অগ্নিনির্বাপণ অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল। বর্ণিল আচারে উজ্জ্বল শালে ঢাকা এক জোড়া গরুর উপস্থিতিও দেখা গেছে।