নিজস্ব সংবাদদাতাঃ নিষিদ্ধ মাদক দ্রব্যের ব্যবহার ও বিক্রয় রোধ করতে পুলিশ কোচি শহরের সীমানায় প্রায় ১৮৫ টি লজ এবং ওয়ো রুমে অভিযান চালায়। পরিদর্শনের সময় প্রায় ১০ টি মামলা দায়ের করা হয়এবং দু'জনকে গ্রেপ্তার করা হয়। চোরাচালানের জন্য ব্যবহৃত একটি গাড়ি সহ ২.৬৬ কেজি গাঁজা সহ শাবির এএস নামে এক ব্যক্তিকে কালামাসেরি পুলিশ গ্রেপ্তার করেছে। পানাঙ্গাদ পুলিশ জোসেফকে ৪৪৭.৫ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছে। লজ, ওয়ো রুম, সমুদ্র সৈকত ও পার্ককে কেন্দ্র করে কোচিতে আরও অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
Police raided around 185 lodges and OYO rooms in Kochi city limits to prevent the use and sale of prohibited drug products. About 10 cases were registered during the inspection and arrested two persons: Kochi City Police