আনন্দপুরে সভা অভিষেক ব্যানার্জীর, বিজেপির "টপ লিডার"দের যোগদান ঘিরে জল্পনা

author-image
Harmeet
New Update
আনন্দপুরে সভা অভিষেক ব্যানার্জীর, বিজেপির "টপ লিডার"দের যোগদান ঘিরে জল্পনা

নিজস্ব সংবাদদাতা,আনন্দপুর: পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুরে পঞ্চায়েত নির্বাচনের আগে বৃহৎ সভা করতে চলেছেন অভিষেক ব্যানার্জি। তৃণমূলের দাবি- এযাবৎকালের এত বৃহৎ সভা করে সকলকে চমক দেওয়া হবে। সেই সঙ্গে সভার অন্যতম চমক-মঞ্চে অভিষেক ব্যানার্জীর হাত ধরে যোগদান করতে চলেছেন বিজেপির বেশ কিছু শীর্ষ নেতৃত্ব। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ই ফেব্রুয়ারি এই সমাবেশ হতে চলেছে। কেশপুর থানার আনন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে অভিষেক ব্যানার্জীর এই বৃহৎ সমাবেশটি হবে। সেই লক্ষ্যে জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সহ- প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তৃণমূলের নেতৃত্বরা শুক্রবার বিকেলে ওই মাঠ পরিদর্শন করেন। 



 তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন-" এযাবৎকালের সবথেকে বড় রাজনৈতিক সমাবেশ হবে এটি। সেই লক্ষ্যে বড় মাঠ বেছে নেওয়া হয়েছে আনন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠটিকে। প্রায় ২লক্ষ মানুষ উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে।" জেলা জুড়ে জল্পনা তৈরি হয়েছে অভিষেক ব্যানার্জীর এই সভা থেকে বিজেপির বেশ কয়েকজন রাজ্য স্তরের নেতৃত্ব যোগ দেবেন তৃণমূলে। জল্পনার মধ্যে রয়েছে খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরন চ্যাটার্জির নামও। কারণ ইতিমধ্যেই হিরন চ্যাটার্জি সহ আরো একজন সম্প্রতি অভিষেক ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে, গুজব রটেছে। এই প্রসঙ্গে অজিত মাইতি অবশ্য বলেন-" বিধায়ক স্তরের অনেকেই যোগদানের সম্ভাবনা রয়েছে। এখন এ বিষয়ে পরিষ্কার বলতে পারবো না।"