নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যালে সুপারহিট 'বচপন কা পেয়ার'এর নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এল। এই গানে আর ইন্টারনেটের নতুন সেনসেশন সহদেব দির্দো একা নয়, ডুয়েটে তাঁকে সঙ্গ দিয়েছেন খোদ প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাদশা। নিজের সোশ্যাল মিডিয়ায় বচপন কা পেয়ার গেয়ে ট্রেন্ডে গা ভাসানোর সময়ই বাদশা জানিয়েছিলেন সহদেবের সঙ্গে এই গানের ডুয়েট গাইতে চান। সেই কথাই রেখেছেন তিনি। সহদেব দির্দো, বাদশা ছাড়াও আস্থা গিল ও রিকোর সঙ্গে রীতিমতো মিউজিক ভিডিও আকারে কার্যত নতুন মোড়কে পেশ করা হয়েছে ইন্টারনেট জুড়ে ছড়িয়ে থাকা গানটিকে।