অগ্নিদ্বগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের ৫ জনের

author-image
Harmeet
New Update
অগ্নিদ্বগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের ৫ জনের

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত ২টার দিকে পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহাজন পাড়ার খোকন বসাকের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন, কাঙ্গাল বসাক, ললিতা বসাক, রাখি দে, সৌরভ বসাক ও শায়ন্তী বসাক।  



এছাড়া খোকন বসাক আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। শুক্রবার ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহত পাঁচজনের সবাই ঘুমাচ্ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর নিহতদের বাড়ির জানালার গ্রিল কেটে বের করা হয়। বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা জানাতে পারেননি।