নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ শুক্রবার সকালে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাসযাত্রীরা। দুর্গাপুর ট্রাফিক পুলিশ DMC মোড়ে মদ্যপ বাস চালককে আটক করল। দুর্গাপুর স্টেশন থেকে বেনাচিতি রুটের একটি মিনিবাস যখন বেনাচিতির দিকে যাচ্ছিল ঠিক তখন বাসের গতি দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক আধিকারিকদের। দুর্গাপুর নগর নিগম মোড়ের কাছে ট্রাফিক পয়েন্টে মিনিবাসটিকে আটকে দেয় ট্রাফিক পুলিশ। এরপর ট্রাফিক পুলিশ মিটার দিয়ে দেখেন চালক মদ্যপ অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ বাসটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আটক করা হয় মিনিবাসের চালক গৌতম সেনকে।