উন্নততর অগ্নিনির্বাপক বায়ুযান গড়ে তোলার লক্ষে গ্রিস

author-image
Harmeet
New Update
উন্নততর অগ্নিনির্বাপক বায়ুযান গড়ে তোলার লক্ষে গ্রিস

নিজস্ব সংবাদদাতাঃ বেশকয়েকদিন ধরেই ভয়াবহ দাবানলের কবলে জর্জরিত গ্রিস।


দাবানল মোকাবিলায় গ্রিসের পাশে ইসরায়েল

 যথেষ্ট উন্নতমানের আধুনিক অগ্নিনির্বাপক বায়ুযান না থাকার দরুন গ্রিসে দাবনল দমনের কাজ ধীর গতিতে সম্পন্ন হচ্ছে। 


দাবানল: ক্ষমাপ্রার্থনা গ্রিসের প্রধানমন্ত্রীর | বিশ্ব | DW | 10.08.2021

প্রসঙ্গত, সম্প্রতি গ্রিসের সাহায্যে এগিয়ে এসেছে ইসরায়েল। তবে এইবার নিজেদের অগ্নিনির্বাপক বায়ুযানের আধুনিকরনের লক্ষে গ্রিস। 

৬ দিন ধরে দাবানলে বিধ্বস্ত গ্রিস-তুরস্ক! মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের,  ঘরছাড়া কয়েক হাজার | TheWall

বৃহস্পতিবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস এর তরফ থেকে জানানো হয়েছে এই লক্ষে ১.৭ বিলয়ন ইউরো বাজেট নির্ধারণ করতে চলেছে গ্রিস সরকার।