নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার বিশ্বের বৃহত্তম রিভার ক্রুজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমভি গঙ্গা বিলাস ভারতের পাঁচটি রাজ্য এবং বাংলাদেশের কিছু অংশ দিয়ে ৫১ দিনে ৩,২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। উত্তর প্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ হয়ে আসামের ডিব্রুগড়ে পৌঁছবে। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, 'আজকের দিনটি বিশ্বের নদী ক্রুজের ইতিহাসে লেখা থাকবে, কারণ এটি বিশ্বের দীর্ঘতম যাত্রা হবে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে ডিব্রুগড়ে পৌঁছবে। এই যাত্রার মধ্য দিয়ে শুধু পর্যটনের পথ নয়, বাণিজ্যের পথও খুলে যাবে।'