নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার অর্থাৎ আজ ভিডিও লিঙ্কের মাধ্যমে বারাণসীতে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ, এমভি গঙ্গা বিলাসের সূচনা করবেন এবং এখানে আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পোর্ট, শিপিং এবং ওয়াটারওয়েজের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ এমভি গঙ্গা বিলাস ভারতে তৈরি হওয়া প্রথম ক্রুজ জাহাজ। এটি নদী ক্রুজ সেক্টরে আত্মনির্ভর ভারত এর প্রতীক। এমভি গঙ্গা বিলাস উত্তর প্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করবে এবং ৫১ দিনের মধ্যে ৩,২০০ কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাদেশ হয়ে আসামের ডিব্রুগড় পৌঁছাবে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও অন্যান্য মন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান হবে।