শরদ যাদবের মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপতির

author-image
Harmeet
New Update
শরদ যাদবের মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপতির

নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Sharad Yadav passes Away: शरद यादव का 75 वर्ष की आयु में निधन, PM मोदी सहित  इन नेताओं ने जताया दु:ख | sharad yadav passes Away age of 75 Leaders  expressed grief -

 তিনি বলেন, "প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শরদ যাদবের মৃত্যুর খবর জেনে শোকাহত। তিনি সত্তরের দশকের একজন ছাত্রনেতা, যিনি গণতান্ত্রিক মূল্যবোধের জন্য লড়াই করেছিলেন। শরদজি ছিলেন সংসদে ক্ষমতাচ্যুতদের একজন গুরুত্বপূর্ণ জাতীয় কণ্ঠস্বর। তার পরিবার ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা"।