তালিবানের সঙ্গে ক্ষমতা ভাগে রাজি আফগান সরকার

author-image
Harmeet
New Update
তালিবানের সঙ্গে ক্ষমতা ভাগে রাজি আফগান সরকার

নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে বেড়েই চলেছে তালিবান সন্ত্রাস। তবে এইবার শান্তি স্থাপনে নয়া পদক্ষেপ গ্রহন করল আফগান সরকার।

Afghan government could fall to Taliban in 90 days, say US officials |  Afghanistan | The Guardian

 সহিংসতার অবসান ঘটিয়ে সন্ত্রাস রুখতে এইবার ক্ষমতা ভাগের পক্ষে মত জানালো সরকার। 


Taliban captures military base in Afghanistan's Kunduz | World News -  Hindustan Times

বৃহস্পতিবার আফগান সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশে চলমান অরাজকতা রুখতে তারা তালিবান জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতে রাজি আছে।


With Two-thirds of Afghanistan Under Taliban, Govt Offers Them Share in  Power: Report

 উল্লেখ্য, ইতিপূর্বেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তালিবান ও আফগান সরকারের যৌথ ক্ষমতার পক্ষে মত প্রকাশ করেন।  

এছাড়াও পাকিস্তানের তরফে তালিবান কে মদত দেওয়ার পক্ষেও প্রশ্ন উঠেছে।