নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে বেড়েই চলেছে তালিবান সন্ত্রাস। তবে এইবার শান্তি স্থাপনে নয়া পদক্ষেপ গ্রহন করল আফগান সরকার।
/)
সহিংসতার অবসান ঘটিয়ে সন্ত্রাস রুখতে এইবার ক্ষমতা ভাগের পক্ষে মত জানালো সরকার।
/)
বৃহস্পতিবার আফগান সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশে চলমান অরাজকতা রুখতে তারা তালিবান জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতে রাজি আছে।
/)
উল্লেখ্য, ইতিপূর্বেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তালিবান ও আফগান সরকারের যৌথ ক্ষমতার পক্ষে মত প্রকাশ করেন।
এছাড়াও পাকিস্তানের তরফে তালিবান কে মদত দেওয়ার পক্ষেও প্রশ্ন উঠেছে।