'ভয়েস অফ গ্লোবাল সাউথ সম্মেলনে'র জন্য সাধুবাদ জানালেন জ্যামাইকার হাই কমিশনার

author-image
Harmeet
New Update
'ভয়েস অফ গ্লোবাল সাউথ সম্মেলনে'র জন্য সাধুবাদ জানালেন জ্যামাইকার হাই কমিশনার



নিজস্ব সংবাদদাতা: জি-২০ সম্মেলনের অংশ হিসাবে ভারত দক্ষিণের দেশগুলির জন্য 'ভয়েস অফ গ্লোবাল সাউথ সম্মেলনে'র আয়োজন করেছে। এবার এই আয়োজনের জন্য ভারতকে সাধুবাদ জানালেন জ্যামাইকার হাই কমিশনার জেসন কিটস হল। 

your image

তিনি বলেন, "জ্যামাইকার সরকারের পক্ষ থেকে আমি ভারতকে জি-২০ এর সভাপতিত্ব গ্রহণের জন্য প্রশংসা করছি। এই সম্মেলন একটি অত্যন্ত সংকটময় সময়ে এসেছে যখন বিশ্ব বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ভারত জ্যামাইকা সহ বৈশ্বিক দক্ষিণের দেশগুলির একটি দীর্ঘস্থায়ী অংশীদার এবং বছরের পর বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে বৈশ্বিক দক্ষিণের স্বার্থ ও উদ্বেগকে এগিয়ে নিয়ে আসছে। জ্যামাইকা বৈশ্বিক দক্ষিণের স্বার্থে ভারত কর্তৃক গৃহীত গঠনমূলক প্রচেষ্টাকে সাধুবাদ জানায়"।