সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের সাউথ রায়ডাক রেঞ্জ-সহ জলদাপাড়া, চিলাপাতাতে বিশ্ব হাতি দিবস পালন করা হলো। জানা গিয়েছে, সাউথ রায়ডাক রেঞ্জের হাতিটির নাম সুমন।২৭ বছর ৯ মাস বয়স সুমনের।বৃহস্পতিবার সুমনকে স্নান করিয়ে পূজো দেওয়া হয় বনদপ্তরের তরফ থেকে। অন্যদিকে জলদাপাড়া অভয়ারণ্যেও বিশ্ব হাতি দিবস উপলক্ষে হাতিদের স্নান করিয়ে পূজো দেওয়া হয়েছে। বনদপ্তর সূত্রের খবর, আজকে অনাড়ম্বর ভাবেই হাতি পূজো করে বিশ্ব হাতি দিবস পালন করা হয়।