বিদ্যুৎবিহীন রবীন্দ্রভবন, কাজকর্ম ব্যাহত

author-image
Harmeet
New Update
বিদ্যুৎবিহীন রবীন্দ্রভবন, কাজকর্ম ব্যাহত

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ বিদ্যুৎবিহীন আলিপুরদুয়ারের রবীন্দ্রভবন। রবীন্দ্রভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ দফতর। রবীন্দ্র ভবন বিদ্যুৎহীন হয়ে পড়ায় এই ভবনে থাকা আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি দফতর বিদ্যুত হীন হয়ে পড়েছে। বুধবার সারাদিন এই দফতর বিদ্যুৎহীন থাকায় অফিসের কাজ কর্মে ব্যাহত হয়েছে । ফ্যান, লাইট, কম্পিউটার ছাড়াই জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মী ও আধিকারিকরা গরমের মধ্যে কাজ করতে হচ্ছে। কম্পিউটার না চলার ফলে এদিন নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে মোবাইল নেটওয়ার্কে সামিল হয়েছেন আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের জেলা আধিকারিক সিপ্রিয়ানুস বাস্কে। জানা গিয়েছে ২০১৯ সালে আলিপুরদুয়ার কোর্ট রাইস মিলে রবীন্দ্র ভবন উদ্বোধনের সময় আলিপুরদুয়ারের মহকুমা শাসক তথা আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের নামে এই ভবনের বিদ্যুৎ সংযোগ করা হয়। কিন্তু রবীন্দ্র ভবনটি আলিপুরদুয়ার পুরসভাকে হস্তান্তর করা হয়নি। সেই কারনে এই ভবনের বিল দিতে অনিহা প্রকাশ করে আলিপুরদুয়ার পুরসভা। কেন্দ্রীয়ভাবে পুরকতৃপক্ষ একবার প্রায় দশ লক্ষ টাকা বিল মেটালেও আরও সাত লক্ষ টাকার বিল বকেয়া পড়ে গেছে। আর এই বিল দিতে অনীহা প্রকাশ করে বিদ্যুৎ দফতরকে চিঠি দেয় আলিপুরদুয়ার পুরসভা কর্তৃপক্ষ। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার রবীন্দ্রভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ দফতর।