নিজস্ব সংবাদদাতাঃ ভুয়ো খবর ছড়ানো নিয়ে ফের কড়া সিদ্ধান্ত নিতে চলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইউটিউব চ্যানেলগুলিতে ছড়িয়ে পড়া ভুয়ো খবরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। বন্ধ হয়ে যাওয়া চ্যানেলগুলি ভুয়ো সংবাদ অর্থনীতির অংশ। চ্যানেলগুলি বিভ্রান্ত করার জন্য ভুয়ো, ক্লিকবেইট এবং চাঞ্চল্যকর থাম্বনেইল এবং টিভি চ্যানেলগুলির টেলিভিশন নিউজ অ্যাঙ্করদের ছবি ব্যবহার করেছে বলে খবর। ইতিমধ্যে সেই ইউটিউব চ্যানেলগুলির নাম ও সাবস্ক্রাইবারের সংখ্যা প্রকাশ্যে আনা হয়েছে।