নিজস্ব সংবাদদাতাঃ এইবার তালিবান জঙ্গি গোষ্ঠীর দখলে আরও এক আফগান প্রাদেশিক শহর। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে তালিবান নেতা ক্বারী ইউসুফ আহমাদি।
এইদিন তালিবান নেতার তরফ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের গজনী প্রদেশ বর্তমানে তাদের অধিপত্তে রয়েছে। এছাড়াও জানানো হয়েছে, সেখানকার সমস্ত সরকারি কার্যালয়, পুলিশ হেডকোয়াটার ও জেল তাদের অধীনে রয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই আফগানিস্তানের প্রায় সহস্রাধিক অপরাধিদের মুক্তি দিয়েছে তালিবান জঙ্গি গোষ্ঠী। এবং আফগানিস্তানে তালিবান রাজ প্রতি মুহূর্তে ভয়াবহ আকার ধারন করছে।