নিজস্ব সংবাদদাতাঃ কানাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্যারিবীয় দেশটি একটি মানবিক সংকটের মুখোমুখি হওয়ায় কানাডা হাইতিতে অপরাধমূলক গ্যাংগুলোর বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য সাঁজোয়া যানবাহন সরবরাহ করেছে। কানাডার সামরিক বিমানটি বুধবার পোর্ট-অ-প্রিন্সের রাজধানীতে হাইতিয়ান ন্যাশনাল পুলিশের কাছে এই ডেলিভারি করেছে। উল্লেখ্য, ২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যার পর থেকে হাইতির গুণ্ডারা দেশটির বেশিরভাগ এলাকা দখল করে নেয়, যার ফলে পুলিশের সঙ্গে নিয়মিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে চলেছে।