নিজস্ব সংবাদদাতাঃ পুনোর দক্ষিণ অঞ্চলের পেরুভিয়ানরা ১৭ জন বেসামরিক নাগরিকের কফিন বহন করেছে। গত ২০ বছরেরও বেশি সময় ধরে আন্দিজ দেশে সহিংসতার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের সময় এই সপ্তাহে এই অঞ্চলে বিক্ষোভে মারা গেছে। ডিসেম্বরের শুরুর দিকে বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলোকে আকস্মিকভাবে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটি বিক্ষোভের মুখে পড়েছে। বিক্ষোভে মোট ৪০ জন নিহত হয়েছে। বুধবার শহরের শত শত মানুষ নিহতদের দাফনের আগে রাস্তায় কফিন বহন করে নিহতদের মুখের ছবি, ফুল, পেরুর পতাকা এবং সহিংসতার জন্য নতুন সরকারকে দোষারোপ করে ব্যানার দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।