নিজস্ব সংবাদদাতাঃ চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝৌ শহরে বুধবার একটি গাড়ি পথচারীদের একটি দলকে ধাক্কা দেয়, এতে কমপক্ষে পাঁচ জন নিহত ও ১৩ জন আহত হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জানা গিয়েছে, বিকেল ৫টা ২৫ মিনিটে ১৯ মিলিয়নের ম্যানুফ্যাকচারিং হাবের একটি চৌরাস্তার কাছে ঘটনাটি ঘটে। সূত্রে খবর, গাড়ির চালক গুয়াংডং প্রদেশের একই শহরের ২২ বছর বয়সী এক যুবক। পুলিশ গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে এবং তদন্ত চলছে।