নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের ফেডারেল প্রসিকিউটররা সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর তিন কংগ্রেসনাল মিত্রের বিরুদ্ধে কয়েক দশকের মধ্যে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর অভিযোগে তদন্তের অনুরোধ জানিয়েছেন। বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার বুধবার নতুন করে বিক্ষোভের মুখোমুখি হওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নেওয়ার পর এই তদন্তের আহ্বান জানানো হয়। কিন্তু "ক্ষমতা পুনরুদ্ধারের" জন্য বলসোনারোপন্থীরা সোশ্যাল মিডিয়ায় প্রস্তাবিত গণ বিক্ষোভ বাস্তবায়নে ব্যর্থ হয়।