নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার 'ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে' বিশেষ বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও বার্তায় তিনি সদস্য দেশগুলিকে 'ভাই' বলে অভিহিত করেন। শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমাদের লক্ষ্য হল বৈশ্বিক কণ্ঠস্বর বাড়ানো। আমরা ভবিষ্যতে বৈশ্বিক দক্ষিণের সবচেয়ে বড় বাজি। আমাদের দেশে মানবতার তিন-চতুর্থাংশ বাস করে। ভারত সর্বদা বৈশ্বিক দক্ষিণের সাথে তার উন্নয়নের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে। আমাদের উন্নয়ন অংশীদারিত্ব সমস্ত ভৌগলিক এবং বিভিন্ন অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। এ বছর ভারত যখন জি-২০ প্রেসিডেন্সি চালু করছে, তখন এটাই স্বাভাবিক যে, আমাদের লক্ষ্য হচ্ছে বৈশ্বিক দক্ষিণের কণ্ঠস্বর উঁচু করা। সকলকে একজোট হয়ে সন্ত্রাসবাদকে দমন করতে হবে। আমরা বিদেশী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে একে অপরকে সমর্থন করেছি এবং আমরা এই শতাব্দীতে আবারও একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে পারি যা আমাদের নাগরিকদের কল্যাণ নিশ্চিত করবে।'