১৭ হাজারেরও বেশি বিমান বিলম্বিত, বাতিল আড়াই হাজারেরও বেশি

author-image
Harmeet
New Update
১৭ হাজারেরও বেশি বিমান বিলম্বিত, বাতিল আড়াই হাজারেরও বেশি


নিজস্ব সংবাদদাতা: মার্কিন এফএএ-য়ের কম্পিউটার ত্রুটির প্রভাব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এখনও পর্যন্ত ১৭,০৫৪ টি বিমান বিলম্বিত হয়েছে বলে জানা যাচ্ছে।

U.S. flights beginning to resume after FAA system outage

 এছাড়াও ২৬৮১ টি বিমান এখনও পর্যন্ত বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে আমেরিকা জুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিমান যাত্রীরা।