নিজস্ব সংবাদদাতা: রাশিয়া সোলেদারকে প্রচারের হাতিয়ার হিসেবে দেখছে বলে দাবি করলেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, "রাশিয়া তার যুদ্ধের প্রচারের লক্ষ্যে অভ্যন্তরীণ সমর্থন বজায় রাখার জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পূর্ব ইউক্রেনীয় শহর সোলেদারের দখলের প্রচেষ্টাকে হাতিয়ার হিসেবে দেখছে"।
প্রসঙ্গত, সম্প্রতি রাশিয়া দাবি করেছে, সোলেদার রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে বুধবার ইউক্রেনের তরফে দাবি করা হয়, সোলেদার রাশিয়ার নিয়ন্ত্রণে নেই।