সেন. ক্রুজ বিমান বিভ্রাটের পরিপ্রেক্ষিতে এফএএ সংস্কারের আহ্বান জানিয়েছেন

author-image
Harmeet
New Update
সেন. ক্রুজ বিমান বিভ্রাটের পরিপ্রেক্ষিতে এফএএ সংস্কারের আহ্বান জানিয়েছেন


নিজস্ব সংবাদদাতা: ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কম্পিউটার সিস্টেমের ত্রুটির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিমান পরিষেবায় ব্যাপকভাবে প্রভাব পড়েছে। এই প্রেক্ষিতে এবার মার্কিন বাণিজ্য, বিজ্ঞান এবং পরিবহন সংক্রান্ত সিনেট কমিটির শীর্ষ রিপাবলিকান নেতা সেন. টেড ক্রুজ এফএএ সংস্কারের আহ্বান জানিয়েছেন। 

US flight departures resume after safety system outage

এছাড়াও মার্কিন পরিবহন সচিব পিট বুটিগিগ জানিয়েছেন, এফএএ-য়ের প্রযুক্তি পর্যালোচনা করার এটাই সঠিক সময়। উল্লেখ্য, বিমান পরিষেবায় বিভ্রাটের ফলে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।