নিজস্ব সংবাদদাতাঃ বুধবার আমেরিকায় বিমান পরিষেবা থমকে গিয়েছে। সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে।
প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান পরিষেবা প্রভাবিত হয়েছে। এদিকে সাইবার হানার জেরে এই ঘটনা বলে দাবি করছে বিশিষ্ট মহল। আমেরিকায় অসংখ্য বিমানের উড়ান বন্ধ হয়ে গিয়েছে। বিমানবন্দরে আটকে হাজারো মানুষ। এদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের যোগাযোগ ব্যাহত হয়ে গিয়েছে বলে খবর।