নিজস্ব সংবাদদাতাঃ ৪০০ রান? পৃথ্বী শ-র ব্যাটিং দেখে অনেকেই হাতড়াতে শুরু করেছিলেন ইতিহাসের বই। আসামের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে তিনশত রান করে ৪০০ রান করার দিকে এগোচ্ছিলেন পৃথ্বী শ। শেষ পর্যন্ত থামলেন ৩৭৯ রানের ইনিংস খেলে। রঞ্জি ট্রফিতে এখনও অক্ষত রইল ভাউসাহেব বাবাসাহেব নিম্বালকরের রেকর্ড। ১৯৪৮ সালে মহারাষ্ট্রের হয়ে ৪৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।