অবশেষে স্বস্তি, দ্বাদশে ৭৫% -এর কম নম্বরেও জয়েন্টে ভর্তির অনুমোদন শিক্ষা মন্ত্রকের

author-image
Harmeet
New Update
অবশেষে স্বস্তি, দ্বাদশে ৭৫% -এর কম নম্বরেও জয়েন্টে ভর্তির অনুমোদন শিক্ষা মন্ত্রকের

নিজস্ব সংবাদদাতা: এবছর থেকে JEE Main এবং JEE Advance-তে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণীতে ৭৫ শতাংশ নম্বরের যোগ্যতার মানদণ্ড ফিরিয়ে আনা হয়েছে। ছাত্রছাত্রীদের তরফে নম্বরের সেই মানদণ্ড শিথিল করার দাবি জানানো হয়েছিল। আর ছাত্রছাত্রীদের সেই দাবি মেনে অবশেষে জয়েন্টের যোগ্যতায় খানিকটা ছাড় মঞ্জুর করেছে শিক্ষা মন্ত্রক। সম্প্রতি জয়েন্টে ভর্তির জন্য দ্বাদশের ৭৫ শতাংশ নম্বর ছাড়াও ছাত্রছাত্রীরাও তাদের JEE মেইন পরীক্ষার ভিত্তিতে ভর্তি হতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রক। মনে করা হচ্ছে, JEE অ্যাডভান্সডেও ইতিমধ্যেই একই মানদণ্ড রয়েছে, তাই এই আংশিক শিথিলতায় ছাত্রছাত্রীরা NIT-তে আসন সংরক্ষণ করতে পারবেন।