মকর সংক্রান্তির জন্য পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

author-image
Harmeet
New Update
মকর সংক্রান্তির জন্য পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা:  ১৩ জানুয়ারি থেকে বিএ, বিএসসির পঞ্চম সেমেস্টারের অনার্স ও মেজর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।কিন্তু মকর সংক্রান্তির কথা মাথায় রেখে সেই পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হয়েছে। এ বার সেই পরীক্ষাগুলি হবে ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে। কারণ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। আর তার ঠিক একদিন আগে পরীক্ষার সূচি রাখলে অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। কারণ দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে বসেছে গঙ্গাসাগর মেলার আসর। যেখানে পুণ্যস্নান করতে আসেন দেশ-বিদেশের লক্ষাধিক মানুষ। সেই সময় সরকারি ও বেসরকারি পরিবহণ পুন্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ব্যবহার করে রাজ্য। তাই ১৩ জানুয়ারি পরীক্ষার দিন রাখলে পরিবহণ নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন পরীক্ষার্থীরা। তাই সেই ভাবনা থেকেই পরীক্ষার দিন বদল করা হয়েছে।