হাওয়াইয়ে বন্ধ হল টেলিস্কোপের প্রতিবাদকারী প্রবীণদের বিচার

author-image
Harmeet
New Update
হাওয়াইয়ে বন্ধ হল টেলিস্কোপের প্রতিবাদকারী প্রবীণদের বিচার

নিজস্ব সংবাদদাতা: হাওয়াইয়ের নতুন অ্যাটর্নি জেনারেল মঙ্গলবার বলেন, তিন বছর আগে বহু প্রবীণরা একটি রাস্তা অবরোধ করে পর্বত শিখরে একটি নতুন টেলিস্কোপ নির্মাণ রোধ করার জন্য। এই ঘটনার জেরে ৩৮ জন প্রবীণকে গ্রেপ্তার করে প্রশাসন। পরে ২০২১সালে নতুন টেলিস্কোপ নির্মাণ রোধ করার জন্য ৩০ টি মামলা সুপ্রিম কোর্টে হলেও একটি রায়ের পরে খারিজ করে দেওয়া হয়েছিল সব মামলা। তবে বর্তমান এটর্নি জেনারেল অ্যান লোপেজে বন্ধ করে দেয় টেলিস্কোপের প্রতিবাদকারী প্রবীণদের বিচার।