New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে বুধবার সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে খড়গপুর শহরের সাউথ ইনস্টিটিউট এলাকায় চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বিজেপির দুই বিধায়ককে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেখা গিয়েছে। সে ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমি জানি না কোন বিধায়ক গেছে, কার কাছে গেছে, কেন গেছে। হয়তো ঠান্ডা পড়েছে, একসঙ্গে বসে চা খাচ্ছে হতে পারে। যার সম্বন্ধে আঙুল উঠবে তাকেই উত্তর দিতে হবে। প্রশ্ন উঠলে উত্তর দিতে হবে। যারা সামাজিক জীবনে আছেন তাদের সম্বন্ধে কেউ প্রশ্ন করেছেন, এটা ঠিক নয়।'
CAMACSTREET
latestnews
bengalinews
breakingnews
medinipur
importantnews
westbengal
bjp abhishekbanerjee
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
anmnews
news
bengal
india
kolkata
tmc
dilipghosh