নিজস্ব সংবাদদাতাঃ পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা মঙ্গলবার দক্ষিণ পুনো অঞ্চলে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর রাত্রিকালীন কারফিউ জারি করেছেন। সূত্রে খবর, পেরুতে বিক্ষোভের ফল এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আলবার্তো ওতারোলা বলেন, "রাত্রিকালীন কারফিউ তিনদিন স্থায়ী হবে। এবং পুনোতে এই কারফিউ রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলবে।"