নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর উত্তরের প্রতিবেশী দেশটিতে তার প্রথম সফরের জন্য মার্চে কানাডায় যাবেন বলে মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। মেক্সিকো সিটিতে উত্তর আমেরিকার নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে বাইডেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বলেন, 'তিনি এ বছরের মার্চে কানাডা সফরের জন্য উন্মুখ।' হোয়াইট হাউসের মতে, বাইডেন ও ট্রুডো অর্থনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং হাইতিতে অনিয়মিত অভিবাসন ও অস্থিতিশীলতা মোকাবেলায় যৌথ প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।