'মেক ইন ইন্ডিয়া'-র আওতায় রেলের কোচ তৈরির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী

author-image
Harmeet
New Update
'মেক ইন ইন্ডিয়া'-র আওতায় রেলের কোচ তৈরির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের অধীনে কোচ প্রোডাকশনের প্রশংসা করেছেন এবং বলেছেন যে এটি ১৩০ কোটি ভারতীয়ের 'আত্মাদ' হয়ে ওঠার শক্তি এবং দক্ষতাকে চিত্রিত করে। গত কয়েক বছরে ভারতীয় রেলের কোচ প্রোডাকশনে ৯১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে রেল মন্ত্রকের একটি টুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'এটি একটি দুর্দান্ত প্রবণতা।' প্রধানমন্ত্রী বলেন, "চমৎকার প্রবণতা, ১৩০ কোটি ভারতবাসীর শক্তি ও দক্ষতার চিত্র তুলে ধরার পাশাপাশি আতিশয্যে পরিণত হওয়ার সংকল্প।" রেল মন্ত্রক ২০১৪-১৫ থেকে ২০২১-২২ সালের মধ্যে কোচ উৎপাদনের তথ্য উদ্ধৃত করেছে।রেল মন্ত্রণালয় টুইটে জানিয়েছে, "ভারতীয় রেলের কোচ প্রোডাকশন: মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি সাক্ষ্য। ২০১৪-১৫: ৩,৭৩১; ২০১৮-১৯: ৬,০৭৬; ২০২১-২২: ৭,১৫১; শতাংশ বৃদ্ধি: ৯১.৬।"