মানবতার পরিচয় দিল বিএসএফ

author-image
Harmeet
New Update
মানবতার পরিচয় দিল বিএসএফ

​নিজস্ব সংবাদদাতাঃ বিএসএফ আজ এক মানবতার উদাহরণ হয়ে উঠেছে। আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া একটি মেয়েকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গিয়ে তার জীবন বাঁচাল ভারতীয় সুরক্ষা বাহিনী।

বিএসএফ-এর ৮৬ ব্যাটালিয়নের আওতাধীন মুর্শিদাবাদ জেলার শিকারপুর গ্রামে ১১ ই আগস্ট ২০২১ সন্ধ্যা ৭ টায় ঘটনাটি ঘটে। তখন প্রিয়া মণ্ডল (কাল্পনিক নাম) নামে ১৫ বছর বয়সী একটি মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। মেয়েটির বাবা -মা সীমা চৌকি শিকারপুরের কোম্পানি কমান্ডারকে অবহিত করার সাথে সাথে সীমা চৌকি শিকারপুরের জওয়ানরা তাৎক্ষণিকভাবে মেয়েটিকে তার আত্মীয়দের সহায়তায় তুলে নিয়ে নিকটস্থ হাসপাতাল করিমপুরে নিয়ে যায়। বর্তমানে মেয়েটির অবস্থা এখন ভালো বলে জানা গেছে।

মেয়ের বাবা বলেছেন যে, "যদি বিএসএফ জওয়ানরা সঠিক সময়ে পৌঁছে সাহায্য না করত, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত"। 

৮৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সুরেন্দ্র কুমার বলেন, "আমাদের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনগণের নিরাপত্তার সম্পূর্ণ যত্ন নেয়। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বিএসএফ জওয়ানরা জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে'।