নিজস্ব সংবাদদাতা: ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ওয়েন রুনি। তাঁর রেকর্ড আজ রাতে ভাঙতে পারেন মার্কোস রাশেফার্ড। ইএফএল কাপে আজ রাতে চার্লটনের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ম্যান ইউ। ওল্ড ট্রাফোর্ডে চার্লটনের বিরুদ্ধে বেশ কিছু গোল করেছিলেন রুনি। সেই পথে রয়েছেন রাশফোর্ড। কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক ফর্মে রয়েছেন তিনি।